বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দীর্ঘ ১ যুগ পর নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা  ভর্তি পরীক্ষায় জিনিয়ার সাফল্য : পড়তে চান আইন বিষয়ে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডেনিশ ক্রোন দেবে ডেনমার্ক ‘বিদেশিরা নয়, জনগণই ক্ষমতায় বসাতে পারে’ গরমে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ বৃহস্পতিবার সারাদেশে তীব্র তাপপ্রবাহে স্কুল শিক্ষার্থী অসুস্থ অর্থনীতি কিছুটা চাপের মধ্যে আছে : পরিকল্পনামন্ত্রী ‘প্রস্তাবিত বাজেট আমলাতান্ত্রিক’ নির্বাচনে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: সিইসি সংলাপেই রাজনৈতিক সমস্যার সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী আমুর বক্তব্য তাঁর ব্যক্তিগত: তথ্যমন্ত্রী সংলাপ নিয়ে বিএনপির সংশয় জনগণ এখন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে : রিজভী ‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

জাপানের মিষ্টি আলু ওকিনাওয়া চাষ হচ্ছে শাহজাদপুরে

জাপানের মিষ্টি আলু ওকিনাওয়া চাষ হচ্ছে শাহজাদপুরে

// নিজস্ব প্রতিবেদক //

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাষ হচ্ছে জাপানের মিষ্টি আলু ওকিনাওয়া। নদীর তীরবর্তী জমি ও চরাঞ্চলের বেলে দো-আঁশ মাটি মিষ্টি আলু চাষের জন্য যথেষ্ট উপযোগী। যেখানে পানির অভাবে অন্যান্য ফসল ভালো হয় না, সেখানে মিষ্টি আলুর ভালো ফলন পাওয়া যায়। ওকিনাওয়া একটি উন্নত মানের জাপানি মিষ্টি আলুর জাত। এ জাতের আলু দেখতে লাল বর্ণের হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় বাজার দরও ভালো এবং দামও বেশি।
প্রতিবিঘা জমিতে মিষ্টি আলু চাষ করতে ২৭ থেকে ৩০ হাজার টাকা ব্যয় হয় আর একই জমিতে উৎপাদিত মিষ্টি আলু বিক্রি হয় ৯০ হাজার থেকে ১ লক্ষ টাকা। সব মিলিয়ে বেশ লাভবান হচ্ছেন চাষিরা। তাই অল্প পরিশ্রম ও কম খরচে বেশী লাভবান হওয়ায় এ অঞ্চলে মিষ্টি আলু চাষে কৃষকের আগ্রহ দিন দিন বাড়ছে।

উপজেলার জালালপুর ইউনিয়নের পাকুরতলা গ্রামের কৃষক ইউসুফ শেখ জানান, ‘উপজেলা কৃষি অফিসের উৎসাহে ‘কন্দাল ফসল উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের আওতায় তার ২০ শতক জমিতে ওকিনাওয়া জাতের মিষ্টি আলু রোপন করা হয়। প্রতি শতক জমিতে ৩ মণ মিষ্টি আলু পেয়েছি। প্রকারভেদে প্রতি মণ মিষ্টি আলু স্থানীয় বাজারে বিক্রি হয় ১ হাজার থেকে ১ হাজার ২শ’ টাকা পর্যন্ত।

কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. এহসানুল হক বলেন, মিষ্টি আলু অপেক্ষাকৃত অনুর্বর, কম পানি ধারণক্ষমতা সম্পন্ন মাটিতে চাষ করা যায় এবং ফলন যে কোন ফসলের চেয়ে বেশি। যার ফলে কৃষক লাভবান হচ্ছে, এ আবাদকে সম্প্রসারিত করতে আমরা প্রতিনিয়ত কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম বলেন, এ বছর উপজেলায় মোট ১৫ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে। মিষ্টি আলু এমন একটা ফসল যেখানে রোগবালাই এর প্রকোপ খুবই কম এবং স্বল্প সময়ে অধিক ফলন হয়। এ ফসলের উৎপাদনকে বাড়াতে আমরা কৃষকদের হাতে উন্নত জাতের মিষ্টি আলুর জাত তুলে দিচ্ছি। আশা করি এই কৃষকদেরকে দেখে অন্যান্য কৃষক অনুপ্রাণিত হবে ও মিষ্টি আলুর আবাদ সম্প্রসারিত হবে।

বা/খ: এসআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *