জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ৪৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
ঘূণিঝড় সিত্রাং এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য স্থগিত ঘোষণা করেছে। সোমবার (২৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিতব্য আগামীকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) পরীক্ষা শুধু মাত্র স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে পরে জানানো হবে। এছাড়া এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।