জাতীয় পার্টি কোন জোটে নেই- জিএম কাদের
- আপডেট সময় : ০৩:১৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ৪১২ বার পড়া হয়েছে

জাতীয় পার্টি কোন জোটে নেই জানিয়ে দলটির চেয়ারপার্সন জি এম কাদের বলেছেন, যদি আওয়ামী লীগ ভালো কাজ করে তবে জাতীয় পার্টি ভবিষ্যতে সাথে থাকবে। জাতীয় সংসদের বিরোধীদলীয় এই উপনেতা বলেছেন, গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে কিছু আসনে নির্বাচনী সমঝোতা হয়েছিলো। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের আস্থা হারিয়ে ফেললে আগামীতে দলটির সাথে জাতীয় পার্টি না-ও থাকতে পারে।
তিনি বলেন, `আমরা একসঙ্গে নির্বাচন করেছি। বন্ধুত্বপূর্ণভাবে কাজ করেছি। আমাদের একটা ভালো সম্পর্ক ছিল, এখনো কিছুটা আছে। দেশ ও জাতির স্বার্থে আওয়ামী লীগ যদি ভালো কাজ করে আমরা তাদের সঙ্গে থাকবো। যেমন অতীতে ছিলাম।’
ইভিএম এর সমালোচনা করে জি এম কাদের বলেন, পাতানো নির্বাচনের জন্যই এটি ব্যবহারের উদ্যোগ নেয়া হচ্ছে। দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চে জাতীয় হিন্দু মহাজোটের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গকারীরা যত বড় নেতাই হোক ছাড় দেয়া হবেনা।