জাতীয় সমবায় দিবসে দিনাজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

- আপডেট সময় : ০৫:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ৪৯৫ বার পড়া হয়েছে

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ -এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪ নভেম্বর শনিবার জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ দিনাজপুরের আয়োজনে এবং দিনাজপুর সরকারী সমবায় সমিতি লিমিটেড দিনাজপুরসহ অন্যান্য সমবায়ী সংগঠন সমূহের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও দিনাজপুর শিশু একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ। র্যালি শেষে দিনাজপুর শিশু একাডেমি আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা শেখ মোঃ হারুন-উর-রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বিশেষ অতিথি হিসেবে, বক্তব্য রাখেন ট্রাফিক এন্ড এস্টেট এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোসফিকুর রহমান। বর্ণাঢ্য র্যালি শেষে দিনাজপুর সরকারী কর্মচারী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি গিয়াস উদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, নির্বাহী সদস্য আবু তাহের, মোঃ ফরিদ হোসেনসহ সদস্যরা তাদের নিজস্ব সম্পত্তি ঈদগাহ আবাসিক এলাকায় গিয়ে সমিতির উন্নয়ন কর্মকান্ড এবং সমবায় দিবসের তাৎপর্য তুলে আলোচনা সভা করেন।