ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জন্মদিনে ছেলের হাতে কেক কাটব : পরীমণি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • / ৪২৭ বার পড়া হয়েছে

ছেলে রাজ্যর সঙ্গে পরীমণি

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক : 

প্রতি বছরের মতো এবারও ঘটা করে নিজের জন্মদিন উদযাপন করবেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। প্রথমে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকলেও পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী সোমবার ৩০ বছরে পা রাখবেন অভিনেত্রী। গণমাধ্যমকে জানান জন্মদিন নিয়ে নিজের পরিকল্পনার কথা।

কলেবর বেড়েছে সংসারে। স্বামী-সন্তান নিয়ে সময়টা বেশ কাটছে পরীর। প্রশ্ন ছিল— সাংসারিক পরী কি পারবেন আগের মতো করে জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করতে? আজ মঙ্গলবার পরীমণি গণমাধ্যমকে জানালেন, এবারও জন্মদিন উদযাপন করবেন তিনি। যেনতেন করে নয়, ঘটা করেই করবেন জন্মদিনের অনুষ্ঠান।

পরীর কথায়, প্রথমে ভেবেছিলাম জন্মদিন উদযাপন করব না। দুই মাস বয়সী রাজ্যকে নিয়ে এত কিছু সামাল দেব কীভাবে? আর রাজ্যর বাবা রাজের তো শুটিং থাকে, ওর ‘দামাল’ সিনেমা মুক্তি পাচ্ছে। সেটার প্রচারণাতেও ব্যস্ত। পরে ভাবলাম জন্মদিন উদযাপন না করলে আমি কষ্ট পাব। আমার মন খারাপ হবে। নিজেকে তো নিজের কষ্ট দেওয়া যাবে না।

এবারের জন্মদিন বিগত বছরের সবগুলো জন্মদিনের চেয়ে বেশি উপভোগ্য হবে বলেই জানালেন পরীমণি। আগের জন্মদিনের একমাত্র নানাই ছিলেন পরীমণির অতি আপন। মানে পরিবারের একান্ত লোক। কিন্তু এবার স্বামী, সন্তানও রয়েছে। পরীর ইচ্ছে সন্তানের হাতেই জন্মদিনের কেক কাটবেন তিনি।

পরীর ভাষ্য,  আগে তো নানুকে নিয়ে কেক কাটতাম। এখন ৪ জন হয়েছি। নানু আছেন, রাজ আছে, রাজ্য আর আমি আছি। এবার ছেলের হাত ধরে জন্মদিনের কেক কাটব। দিনটি স্মরণীয় হয়ে থাকবে।

পরীমণির জন্মদিনের আয়োজন প্রতি বছরই পোশাক নিয়ে পরিকল্পনা থাকে। আমন্ত্রিত অতিথিদেরও ড্রেসকোড নির্ধারণ করে দেওয়া হয়। বিগত বছরের ন্যায় জন্মদিনের আয়োজনের পোশাক নিয়ে এবারও কোনো পরিকল্পনা আছে কি? পরী বললেন, এবার পোশাকে সাদার সঙ্গে জল রঙ্গের সমন্বয় থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি পরীমণি অভিনীত ‘মা’ সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক শিশু সন্তানের অসহায় মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। অরণ্য আনোয়ার পরিচালিত এই সিনেমাটি নতুন বছরের শুরুতে মুক্তি দিতে চান প্রযোজক।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জন্মদিনে ছেলের হাতে কেক কাটব : পরীমণি

আপডেট সময় : ০৮:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক : 

প্রতি বছরের মতো এবারও ঘটা করে নিজের জন্মদিন উদযাপন করবেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। প্রথমে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকলেও পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী সোমবার ৩০ বছরে পা রাখবেন অভিনেত্রী। গণমাধ্যমকে জানান জন্মদিন নিয়ে নিজের পরিকল্পনার কথা।

কলেবর বেড়েছে সংসারে। স্বামী-সন্তান নিয়ে সময়টা বেশ কাটছে পরীর। প্রশ্ন ছিল— সাংসারিক পরী কি পারবেন আগের মতো করে জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করতে? আজ মঙ্গলবার পরীমণি গণমাধ্যমকে জানালেন, এবারও জন্মদিন উদযাপন করবেন তিনি। যেনতেন করে নয়, ঘটা করেই করবেন জন্মদিনের অনুষ্ঠান।

পরীর কথায়, প্রথমে ভেবেছিলাম জন্মদিন উদযাপন করব না। দুই মাস বয়সী রাজ্যকে নিয়ে এত কিছু সামাল দেব কীভাবে? আর রাজ্যর বাবা রাজের তো শুটিং থাকে, ওর ‘দামাল’ সিনেমা মুক্তি পাচ্ছে। সেটার প্রচারণাতেও ব্যস্ত। পরে ভাবলাম জন্মদিন উদযাপন না করলে আমি কষ্ট পাব। আমার মন খারাপ হবে। নিজেকে তো নিজের কষ্ট দেওয়া যাবে না।

এবারের জন্মদিন বিগত বছরের সবগুলো জন্মদিনের চেয়ে বেশি উপভোগ্য হবে বলেই জানালেন পরীমণি। আগের জন্মদিনের একমাত্র নানাই ছিলেন পরীমণির অতি আপন। মানে পরিবারের একান্ত লোক। কিন্তু এবার স্বামী, সন্তানও রয়েছে। পরীর ইচ্ছে সন্তানের হাতেই জন্মদিনের কেক কাটবেন তিনি।

পরীর ভাষ্য,  আগে তো নানুকে নিয়ে কেক কাটতাম। এখন ৪ জন হয়েছি। নানু আছেন, রাজ আছে, রাজ্য আর আমি আছি। এবার ছেলের হাত ধরে জন্মদিনের কেক কাটব। দিনটি স্মরণীয় হয়ে থাকবে।

পরীমণির জন্মদিনের আয়োজন প্রতি বছরই পোশাক নিয়ে পরিকল্পনা থাকে। আমন্ত্রিত অতিথিদেরও ড্রেসকোড নির্ধারণ করে দেওয়া হয়। বিগত বছরের ন্যায় জন্মদিনের আয়োজনের পোশাক নিয়ে এবারও কোনো পরিকল্পনা আছে কি? পরী বললেন, এবার পোশাকে সাদার সঙ্গে জল রঙ্গের সমন্বয় থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি পরীমণি অভিনীত ‘মা’ সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক শিশু সন্তানের অসহায় মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। অরণ্য আনোয়ার পরিচালিত এই সিনেমাটি নতুন বছরের শুরুতে মুক্তি দিতে চান প্রযোজক।