আজ ২২ জানুয়ারি, আমি সাংবাদিক কাজী মোঃ মকবুল হোসেন; আজ আমার বড় ছেলে শাহাদাৎ হোসেন মারুফের শুভ জন্মদিন! আজকের মতো এক ফুটফুটে কিরণরাঙা দিনে “বাবা” এসেছিলে তুমি পৃথিবীর বুকে আমার গৃহপ্রদীপ হয়ে। সেই গৃহপ্রদীপের আলোক শিখা যেন প্রজ্জ্বলিত থাকে জীবনের প্রতিটি পদচিহ্নে সেই আকুল প্রার্থনা জানাই সৃষ্টিকর্তার কাছে।
ভালো থেকে ভালো রাখার ক্ষমতা দিয়ে প্রাণবন্ত সফলতায় ভরিয়ে দিক জীবন তোমার, সেই প্রত্যাশায় রইলো এই বিশেষ দিনে। সকলের দোয়া কামনা করছি। “শুভেচ্ছা জানাই জন্মদিনের, ভবিষ্যৎ রচিত হোক এক আগামী সাফল্যবানের”।