
নিহাল খান, রাজশাহী ব্যুরো :
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগর ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজশাহী মহানগর শাখার সদস্য রকি কুমার ঘোষ।
গতকাল সোমবার (২৩ জানুয়ারি) রাতে ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের সাথে এ সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শেষে রকি কুমার ঘোষ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে তার সম্পাদিত “বাঙ্গালির মহাজীবন বঙ্গবন্ধু” শীর্ষক বইটি উপহার দেন।
উল্লেখ্য, আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও জনসভা সফল করার লক্ষ্যে ছাত্রলীগের বিভাগীয় সমাবেশে যোগ দিতে রাজশাহী আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
বা/খ: জই