চৌহালীতে থানার নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
- আপডেট সময় : ১২:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ৫৩৮ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক প্রশ্নের সম্মুখীন হয় বাংলাদেশ পুলিশ। তাদের ওপর ক্ষিপ্ত হয়ে দেশের বিভিন্ন থানায় (পুলিশ স্টেশন) হামলা করছেন উত্তেজিত জনতা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গ:-গত মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল ৫টার দিকে আনসারের মিডিয়া শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চলমান পরিস্থিতিতে দেশের নিপারপত্তা একেবারে ভেঙে পড়েছে। এমন অবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করছে।
এদিকে চৌহালী থানার নিরাপত্তায় উপজেলা আনসার বাহিনীকে নির্দেশ দিয়েছে জেলা আনসার কমান্ড্যান্ট ফারুক আহম্মেদ। তারই ধারাবাহিকতায় চৌহালী উপজেলা আনসার সদস্যরা থানার নিরাপত্তায় রয়েছে। রোববার সকালে সরজমিনে গিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায়।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক আব্দুল মান্নান মৃধাসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপত্তায় থাকবে বলে জানাগেছে ।
বাখ//আর