চিলমারী নদীবন্দর পরিদর্শন করলেন মূখ্য সচিব
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / ৪২১ বার পড়া হয়েছে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ঐতিহ্যবাহী চিলমারী নদীবন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মূখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। আজ রোববার সকালে তিনি এ নদীবন্দর পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আশ্রয়ণ-২ প্রকল্পের মহাপরিচালক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরফীন, জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. আতিকুর রহমান প্রমূখ।
নদীবন্দরের কার্যক্রম নিয়ে তিনি কোন ধরনের মন্তব্য করেন নি। পরে পরিদর্শন শেষে রৌমারীর উদ্দেশ্যে বন্দর ত্যাগ করেন।
বা/খ : এসআর।