ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চিলমারী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দৌঁড়ঝাঁপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৪৪৮ বার পড়া হয়েছে

শেষ মুহুর্তে নির্বাচনী প্রচারণা

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দোরগোড়ায়।

স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান শাহীন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিপক্ষে শশুরের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নেয়ার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করার পর থেকে কিছুটা আতঙ্ক ও সুষ্ঠু ভোটের শংকা দেখা দিয়েছে। এমন অভিযোগ জমা হয়েছে রিটার্নিং কর্মকতার্র কার্যালয়ে। তবে এসবের মধ্যেও থেমে নেই প্রার্থীরা। ৩১ অক্টোবর সোমবার রাত ১২টায় শেষ হবে প্রচার-প্রচারণা।
এ নিবার্চনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫ জন প্রার্থী।  এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি’র শশুর ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রমের বড় ভাই সোলায়মান আলী সরকার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে সহকারী অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান শাহীন, ঘোড়া প্রতীকে জোবাইদুল ইসলাম বাদল, হেলিকপ্টার প্রতীকে নুর ই এলাহী তুহিন ও আসাদুজ্জামান বাবু প্রতিদ্বন্দিতা করছেন মোটর সাইকেল প্রতীক নিয়ে।
কাগজে কলমে ৫ জন প্রার্থী থাকলেও ভোটের মাঠে এগিয়ে রয়েছেন আ.লীগ মনোনীত সোলায়মান আলী সরকার (নৌকা) ও আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান শাহীন ।

উপজেলার বেশ কয়েকজন প্রান্তিক ভোটাররা জানান, নৌকা ও আনারসের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হবে।  এই দুই প্রপ্রতিদ্বন্দ্বির মধ্যেই উপজেলাবাসী আগামী উপজেলা পরিষদের চেয়ারম্যান নিবার্চন করবেন।
উপজেলা নিবার্চন অফিসের তথ্যমতে, উপজেলায় মোট ভোটার রয়েছেন ১ লাখ ৩৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৮৩৩ জন ও মহিলা ভোটার রয়েছেন ৫১ হাজার ৫৫০ জন। উপজেলার ৬টি ইউনিয়নের ৪৫ টি কেন্দ্রের ২৯২টি বুথে ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, চিলমারীতে নির্বাচনী পরিবেশ অনেক ভালো। প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে  স্বতন্ত্র এক প্রার্থীর পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে নিবার্চনী ভেজিলেশন টিম মাঠে কাজ করছে। তারা রিপোর্ট দিলেই নিবার্চন কমিশনকে এ বিষয়ে অবহিত করা হবে।

বা/খ : এসআর

নিউজটি শেয়ার করুন

চিলমারী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দৌঁড়ঝাঁপ

আপডেট সময় : ০৮:৫০:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দোরগোড়ায়।

স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান শাহীন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিপক্ষে শশুরের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নেয়ার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করার পর থেকে কিছুটা আতঙ্ক ও সুষ্ঠু ভোটের শংকা দেখা দিয়েছে। এমন অভিযোগ জমা হয়েছে রিটার্নিং কর্মকতার্র কার্যালয়ে। তবে এসবের মধ্যেও থেমে নেই প্রার্থীরা। ৩১ অক্টোবর সোমবার রাত ১২টায় শেষ হবে প্রচার-প্রচারণা।
এ নিবার্চনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫ জন প্রার্থী।  এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি’র শশুর ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রমের বড় ভাই সোলায়মান আলী সরকার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে সহকারী অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান শাহীন, ঘোড়া প্রতীকে জোবাইদুল ইসলাম বাদল, হেলিকপ্টার প্রতীকে নুর ই এলাহী তুহিন ও আসাদুজ্জামান বাবু প্রতিদ্বন্দিতা করছেন মোটর সাইকেল প্রতীক নিয়ে।
কাগজে কলমে ৫ জন প্রার্থী থাকলেও ভোটের মাঠে এগিয়ে রয়েছেন আ.লীগ মনোনীত সোলায়মান আলী সরকার (নৌকা) ও আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান শাহীন ।

উপজেলার বেশ কয়েকজন প্রান্তিক ভোটাররা জানান, নৌকা ও আনারসের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হবে।  এই দুই প্রপ্রতিদ্বন্দ্বির মধ্যেই উপজেলাবাসী আগামী উপজেলা পরিষদের চেয়ারম্যান নিবার্চন করবেন।
উপজেলা নিবার্চন অফিসের তথ্যমতে, উপজেলায় মোট ভোটার রয়েছেন ১ লাখ ৩৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৮৩৩ জন ও মহিলা ভোটার রয়েছেন ৫১ হাজার ৫৫০ জন। উপজেলার ৬টি ইউনিয়নের ৪৫ টি কেন্দ্রের ২৯২টি বুথে ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, চিলমারীতে নির্বাচনী পরিবেশ অনেক ভালো। প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে  স্বতন্ত্র এক প্রার্থীর পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে নিবার্চনী ভেজিলেশন টিম মাঠে কাজ করছে। তারা রিপোর্ট দিলেই নিবার্চন কমিশনকে এ বিষয়ে অবহিত করা হবে।

বা/খ : এসআর