চিলমারীতে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
চিলমারী প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৯০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের চিলমারীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী এবং কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচীর উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খান (শাহীন)।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল সায়েম, প্রধান বক্তা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জামান, বিশেষ অতিথি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য তারিকুল ইসলাম রানা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এ ছাড়াও কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, আইন বিষয়ক সম্পাদক মো. মামুন অর রশিদ, আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান আজাদসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মাহাবুবুর রশিদ বিপ্লব সভাপতিত্ব ও যুগ্ম আহবায়ক মো. আবু হোসাইন সিদ্দিক রানা সঞ্চালনা করেন। আলোচনা সভা শেষে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বাখ//আর