মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহিপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার কয়লা সংকটে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট ৫ দিন ধরে বন্ধ কলমাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর দেশের ৫ বিভাগসহ ১১ অঞ্চলে তাপদাহ ফের ক্ষমতায় আসতে পারেন হাসিনা ও মোদি: দ্য ইকনোমিস্ট নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের সাথে টানাপড়েন হলে আলোচনায় সমাধান: আইনমন্ত্রী সরকারের সুর নরম হয়েছে: ফখরুল ভাঙছে মেয়েদের সাফজয়ী দল আফগান সিরিজের প্রাথমিক তালিকা প্রস্তুত, নেই রিয়াদ মাগুরায় অশ্লীল ভিডিও ধারণ ও জিম্মি করে মুক্তিপণ দাবী করা চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২ নারী মাদারগঞ্জে আওয়ামী লীগ নেতার মা’র জানাজায় মির্জা আজম মহিপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে আ.লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন  গলাচিপায় প্রবীণ শিক্ষকের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

চিলমারীতে প্রতিপক্ষের আঘাতে প্রাণ হারালেন কৃষক

চিলমারীতে প্রতিপক্ষের আঘাতে প্রাণ হারালেন কৃষক

// ফয়সাল হক, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি //
জমিতে সবজি লাগাতে গিয়ে প্রতি পক্ষের আঘাতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের চিলমারী উপজেলার পাশ্ববর্তী উলিপুর উপজেলাধীন পূর্ব বজরা (মাটিয়াল আদর্শ) বাজার এলাকায়।
জানা গেছে, চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ভরট্টপাড়া গ্রামের মৃত জহর আলীর ছেলে ফুল মিয়া (৬০) প্রায় ২০বছর আগে ব্রহ্মপুত্র নদের ভাঙনের শিকার হয়ে পূর্ব বজরা (মাটিয়াল আদর্শবাজার) এলাকায় জমি কিনে বাড়ী করেন। সেখানে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি ছেলে মিজানুর রহমানসহ বাড়ীর পাশ্বে থাকা নিজ জমিতে সবজি চাষ করতে যান। হঠাৎ প্রতিবেশী ফেরদৌস আলী তার ছেলেদের নিয়ে ফুল মিয়ার কাছে এসে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতন্ডার এক পর্যায়ে তারা ফুল মিয়াকে আঘাত করলে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে আহত ফুল মিয়াকে নিয়ে চিলমারী হাসপাতালে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন।
এদিকে ফুল মিয়া মারা যাওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফেরদৌস আলী ও তার পরিবারের সদস্যদের ধরে ঘর বন্দী করে থানায় খবর দেয়। পরে উলিপুর থানা পুলিশ ফেরদৌস আলী, তার স্ত্রী আমেছা বেগম, ছেলে আজিজুল ইসলাম, ছেলের স্ত্রী রোকসানা বেগম ও ছোট ছেলে রাশিদুল ইসলামকে থানায় নিয়ে যায়।
চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মো.রবিউল ইসলাম জানান, মারা যাওয়ার প্রকৃত কারণ পোষ্টমর্টেম রিপোর্ট থেকে জানা যাবে। তবে আঘাতের কারণে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জানান, হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।ঘটনাস্থল থেকে নিহতের প্রতিপক্ষের ৫ জনকে থানায় নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *