চিতলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও পথ সভা
- আপডেট সময় : ০৭:৩৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
- / ৬৪৪ বার পড়া হয়েছে
বিশৃংখলা না করি, সর্বত্র শান্তি বজায় রাখি। এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিল ও পথ সভা করেছে। শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৬ টায় এ মিছিল ও পথ সভা হয়। শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোটি টাকার ব্রীজে এসে শেষ করে।
এ সময় পথ সভায় বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমজান শেখ, মতিউর রহমান, ফারহানা লিয়া, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুবায়ের আরাফাত ও ফজলে রাব্বি শাকিল। সভায় বক্তারা বলেন, ‘এ স্বাধীনতা অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত। এটা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। মারামারি হানাহানি না করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা সহাবস্থানে চলব। এ জন্য ছাত্র সমাজসহ সকলকে এগিয়ে আসতে হবে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান, ঢাকা কলেজের হোসাইন তালুকদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাগর তালুকদার, বিভাষ হালদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের সোহাগ, সুমনা, হাফিজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান, আয়াতুল্লাহ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুয়াদ, কালিদাস বড়াল স্মৃতি কলেজের মোঃ তারেক শেখ, আফসানা ইসলাম ও শেরে বাংলা কলেজের শেখ মেরাজ সোহেল অভি প্রমূখ।
বাখ//আর