নিজস্ব প্রতিবেদক :
চিকিৎসকের পরামর্শ সিঙ্গাপুরে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম।
বৃস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে তাদের রওনা করার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, স্ত্রী রাহাত আরা বেগম ও মহাসচিব দুইজনেই চিকিৎসার জন্য যাবেন। চিকিৎসা শেষে এক সপ্তাহ পর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা নেবেন সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিক এবং স্ত্রী রাহাত আরা বেগম চিকিৎসা নেবেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে।