ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চালু হলো ফায়ার সার্ভিসের পল্লবী স্টেশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / ৪৪১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নবনির্মিত পল্লবী ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (৬ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ভেতরে এই নবনির্মিত স্টেশনটি উদ্বোধন করেন সেনাপ্রধান।
অনুষ্ঠানের সেনাবাহিনী প্রধান পল্লবী ফায়ার স্টেশন আঙিনায় এসে পৌঁছালে সহকারী পরিচালক আনোয়ারুল হকের নেতৃত্বে একদল চৌকস অগ্নিসেনা সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার দেন। অভিবাদন গ্রহণ করার পর সেনাপ্রধান নবনির্মিত পল্লবী ফায়ার স্টেশনের উদ্বোধন ফলক উন্মোচন করেন। এরপর প্রধান অতিথি স্টেশন প্রাঙ্গণে একটি আমরুপালির গাছ রোপণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি একটি ফায়ার স্টেশন উদ্বোধন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নতুন এই স্টেশনটি ‘এ’ শ্রেণির। চার তলা ফাউন্ডেশন ও তিন তলা বিশিষ্ট ভবন সম্বলিত স্টেশনটি ০.৪১৩ একর জমিতে নির্মাণ হয়েছে। ব্যয় হয়েছে ছয় কোটি ৫৬ লাখ টাকা। ২০২১ সালের ২৬ জুন নির্মাণ কাজ শুরু হয়ে ২০২২ সালের ১৮ জুলাই শেষ হয়। গত ১০ আগস্ট স্টেশনটি হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডার্স লি.। এতে কাজ করেন সিনিয়র স্টেশন অফিসার, স্টেশন অফিসার, লিভার, ড্রাইভার ও ফায়ার ফাইটার পদসহ পল্লবী ফায়ার স্টেশনের জন্য আরও ৪২ জনবল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, ২০০৯ সালে ফায়ার সার্ভিসের জনবল ছিল মাত্র ছয় হাজার জন। সেখান থেকে জনবল বৃদ্ধি পেয়ে এখন হয়েছে ১৪ হাজার ৪৫৭ জন। জনবল বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে সরঞ্জামাদিও। এছাড়া অগ্নিকাণ্ড প্রতিরোধ ও আগুন নেভানোর মতো ৯০ শতাংশ সরঞ্জামাদি তাদের রয়েছে।

সংস্থাটির প্রধান বলেন, দেশে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ অগ্নিকাণ্ড হয়েছে। যে যার জায়গা থেকে আমরা যদি সচেতন থাকি তাহলে যেকোনো অগ্নিকাণ্ড রোধ করা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

চালু হলো ফায়ার সার্ভিসের পল্লবী স্টেশন

আপডেট সময় : ০৩:০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নবনির্মিত পল্লবী ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (৬ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ভেতরে এই নবনির্মিত স্টেশনটি উদ্বোধন করেন সেনাপ্রধান।
অনুষ্ঠানের সেনাবাহিনী প্রধান পল্লবী ফায়ার স্টেশন আঙিনায় এসে পৌঁছালে সহকারী পরিচালক আনোয়ারুল হকের নেতৃত্বে একদল চৌকস অগ্নিসেনা সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার দেন। অভিবাদন গ্রহণ করার পর সেনাপ্রধান নবনির্মিত পল্লবী ফায়ার স্টেশনের উদ্বোধন ফলক উন্মোচন করেন। এরপর প্রধান অতিথি স্টেশন প্রাঙ্গণে একটি আমরুপালির গাছ রোপণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি একটি ফায়ার স্টেশন উদ্বোধন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নতুন এই স্টেশনটি ‘এ’ শ্রেণির। চার তলা ফাউন্ডেশন ও তিন তলা বিশিষ্ট ভবন সম্বলিত স্টেশনটি ০.৪১৩ একর জমিতে নির্মাণ হয়েছে। ব্যয় হয়েছে ছয় কোটি ৫৬ লাখ টাকা। ২০২১ সালের ২৬ জুন নির্মাণ কাজ শুরু হয়ে ২০২২ সালের ১৮ জুলাই শেষ হয়। গত ১০ আগস্ট স্টেশনটি হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডার্স লি.। এতে কাজ করেন সিনিয়র স্টেশন অফিসার, স্টেশন অফিসার, লিভার, ড্রাইভার ও ফায়ার ফাইটার পদসহ পল্লবী ফায়ার স্টেশনের জন্য আরও ৪২ জনবল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, ২০০৯ সালে ফায়ার সার্ভিসের জনবল ছিল মাত্র ছয় হাজার জন। সেখান থেকে জনবল বৃদ্ধি পেয়ে এখন হয়েছে ১৪ হাজার ৪৫৭ জন। জনবল বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে সরঞ্জামাদিও। এছাড়া অগ্নিকাণ্ড প্রতিরোধ ও আগুন নেভানোর মতো ৯০ শতাংশ সরঞ্জামাদি তাদের রয়েছে।

সংস্থাটির প্রধান বলেন, দেশে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ অগ্নিকাণ্ড হয়েছে। যে যার জায়গা থেকে আমরা যদি সচেতন থাকি তাহলে যেকোনো অগ্নিকাণ্ড রোধ করা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।