সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশ পাঁচবিবি ছমিরন নেছা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বৃহস্পতিবার পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ‘মারবার্গ ভাইরাসে আক্রান্তদের অর্ধেকই মারা গেছেন’ লাঙ্গলবন্দে অষ্টমী স্নানোৎসব শুরু কাল কাপ্তানবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত হানিফ ফ্লাইওভার বদলগাছীতে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের দাবীতে মানববন্ধন সাঁথিয়ায় অসুস্থ্য বাবাকে রক্তদানের পর মারা গেলেন ছেলে মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মঠবাড়িয়ায় ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার হতদরিদ্রের ভরসা বালু চরের কমদামি পোশাক হাট নির্বাচনের স্বার্থে ইসির মাধ্যমে বিএনপি প্রস্তাব দিলে বিবেচনা: আওয়ামী লীগ বেলকুচিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপস্থিত নেই এমপি ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

চার দিনে দেশে তিনটি ভয়াবহ দুর্ঘটনা

চার দিনে দেশে তিনটি ভয়াবহ দুর্ঘটনা

চার দিনে দেশে তিনটি ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীতেই দুটি। এর একটি হয়েছে আজ মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে ৫টায় গুলিস্তানের নর্থ সাউথ রোডে সুরিটোলা স্কুলের কাছাকাছি একটি পাঁচতলা ভবনে। এতে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। এর আগে গত রোববার (৫ মার্চ) সায়েন্স ল্যাব এলাকার একটি ভবনে বিস্ফোরণে তৈরি হয় ভয়াবহ অগ্নিকাণ্ড। এর ঠিক একদিন আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ হয়।

যদিও সায়েন্স ল্যাবের ঘটনা নাশকতা নয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আর সীতাকুণ্ডের ঘটনায় বিস্ফোরক অধিদপ্তর ও জেলা প্রশাসনের তদন্ত টিমের ধারণা—সীমা অক্সিজেন প্ল্যান্টে এয়ার সেপারেশন কলাম থেকে বিস্ফোরণ হয়েছে। এদিকে, আজকের ঘটনায় গুলিস্তানে ক্ষতিগ্রস্ত ভবনে গেছে র‍্যাবের বোম্ব ডিসপজাল ইউনিট। পরে জানা যাবে, বিস্ফোরণের কারণ।

চলতি সপ্তাহের শুরু দিন শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড ঘটে। এতে ছয়জন নিহত হন। আহত হন অনেকে। বিস্ফোরণের ২৪ ঘণ্টা পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস ও প্রশাসন। সেসময় ফায়ার সার্ভিস জানায়, রোববার ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় দিনের একটানা অভিযানের পর আর কোনো হতাহত নেই ও আর কোনো বিস্ফোণের আশঙ্কা নেই এবং আগুনও পুরোপুরি নিভে গেছে।

এদিকে, সীতাকুণ্ডের দ্বিতীয় দিন রোববারের (৫ মার্চ) উদ্ধার অভিযানের মধ্যে রাজধানী ঢাকার সায়েন্স ল্যাবে সকাল ১০টা ৫২ মিনিটে ঘটে আরও একটি বিস্ফোরণের ঘটনা। বেলা ১১টা ১৩ মিনিটের দিকে সেই আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস। এঘটনায় তিনজনের মৃত্যু হয়। আহত হন অনেকে।

ঘটনার দিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক গত রোববার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে গণমাধ্যমকে বলেন, ‘সায়েন্স ল্যাব এলাকার ভবনে বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়, দুর্ঘটনা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।’

এদিকে, আজ গুলিস্তানের নর্থ সাউথ রোডের সুরিটোলা স্কুলের কাছাকাছি একটি পাঁচতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। অর্ধশতাধিক আহতের মধ্যে আশঙ্কাজনক আছেন অনেকে। একের পর এক আসছে মৃত্যুর খবর। এই তালিকা আরও দীর্ঘ হতে পারে বলে ধারণা উদ্ধার ও চিকিৎসা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *