চাদে সরকার বিরোধীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৭২ জন নিহত
- আপডেট সময় : ০৩:১৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ৪০৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :
মধ্য আফ্রিকার দেশ চাদে সরকার বিরোধীদের সাথে নিরাপত্তা বািহিনীর সংঘর্ষে অন্তত ৭২ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। সংঘর্ষে অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম। গতকাল বৃহস্পতিবার মধ্য আফ্রিকার দেশ চাদের দুইটি শহর রাজধানী ও মোউনদুতে সহিংসতা ছড়ানোর কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এসময় কেবল রাজধানীতেই নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে জড়িয়ে প্রাণ হারায় কমপক্ষে ৪০ জন বিক্ষোভকারী। আহত হয়েছেন বহু মানুষ। তাছাড়া দ্বিতীয় বৃহত্তম শহর মোউনদুতেও নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীরা সহিংসতায় জড়িয়ে পড়েন। সেখানেও সংঘর্ষ চলাকালে প্রাণ হারায় কমপক্ষে ৩২ জন। মধ্য আফ্রিকার এই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দোবা ও সারাহতেও ছড়িয়েছে অস্থিরতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাগুলোয় কারফিউ জারি করা হয়েছে ।
সম্প্রতি অন্তরবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিজ ক্ষমতার মেয়াদ দুই বছর বাড়ানোর ঘোষণা দেন মাহামেত ইদ্রিস দেবি। প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে পরে ক্ষোভ। কারণ- গত বছর আততায়ীর হাতে খুন হওয়ার আগ পর্যন্ত ৩ দশক ধরে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন মাহামেত ইদ্রিস দেবির বাবা। দেশটির জনগণ এখন ওই পরিবারের শাসনে ক্ষুব্ধ । সূত্র : এপির