চাটমোহরে অটোবাইক চালকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০১:৪৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ৪৯৪ বার পড়া হয়েছে
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
পাবনার চাটমোহরে ইসমাইল হোসেন (৫৫) নামের এক অটোবাইক চালকের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল আটটার দিকে উপজেলার ফৈলজানা ক্যাথলিক স্কুলের পাশে ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসমাইল হোসেন পাবনা জেলার আটঘরিয়া পৌর এলাকার হাজিপাড়া মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে। পেশায় তিনি ব্যাটারিচালিত অটোবাইক চালক ছিলেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ‘পুলিশের ধারণা গতকাল রাতে যাত্রীবেশী ছিনতাইকারীরা অটোবাইক ভাড়া নিয়ে যাবার পথে ফাঁকা জায়গায় ইসমাইল হোসেনের হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ ধান ক্ষেতে ফেলে রেখে অটোবাইক নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের খবরের ভিত্তিত্বে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’