মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাঁথিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ড. ইউনূসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ২৩-২৪ অর্থবছরের বাজেটে দরিদ্রদের সুরক্ষা গুরুত্ব পাবে শাহজাদপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ৫’শ দুঃস্থের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ তাড়াশের বারুহাস ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষণা ফরিদপুরে ৪০১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব‍্যবসায়ী আটক  পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালকের মৃত্যু শাহজাদপুরে গো-খাদ্যে ভেজাল করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা তিতাসে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  বেলকুচিতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ  এনায়েতপুরে মাওঃ শহীদুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগ রাজনৈতিক স্থিতিশীলতায় দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মৃত্যুর জন্য হোটেলে ঘর ভাড়া করতে হয় যে দেশে ‘দেশের যে কোন সাফল্যে বিএনপির গাত্রদাহ হয়’ ফরমায়েশি রায়ে আন্দোলন দমাতে চায় সরকার: ফখরুল

চাঁদাবাজি মামলার প্রধান আসামী কচিকে যুবলীগ থেকে বহিস্কার

চাঁদাবাজি মামলার প্রধান আসামী কচিকে যুবলীগ থেকে বহিস্কার

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের চিতলমারীতে চাঁদাবাজি মামলার প্রধান আসামী মোঃ কচি সরদারকে (৪৫) যুবলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ মোঃ নজরুল ইসলাম ও যুগ্ম-আহবায়ক শেখ মাহাতাবুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি ‘চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগ’ ফেসবুক পেজে পোষ্ট দেওয়া হয়েছে। বহিষ্কৃত মোঃ কচি সরদার উপজেলার আড়ুয়াবর্নী গ্রামের মৃত নজির সরদারের ছেলে।

বুধবার (১ মার্চ) সন্ধ্যায় চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ মাহাতাবুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের আরও কয়েকজনকে বহিষ্কার করা হবে।

গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে বীর মুক্তিযোদ্ধা ও শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ এক বছরের জন্য নালুয়া হাট-বাজারের ইজারা পান। আবুল কালাম আজাদ তাঁর ভাগিনা মোঃ রমজানকে নিয়ে উপজেলা পরিষদ থেকে বের হলে উপজেলা আওয়ামী যুবলীগ সদস্য মোঃ কচি সরদার ও ছাত্রলীগ নেতা ফেরদৌসের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তাঁদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে গতিরোধকারীরা আবুল কালাম আজাদ ও তাঁর ভাগিনা মোঃ রমজানকে মারপিট করে। এ সময় তাঁরা মারপিট ঠেকাতে ৩০ হাজার টাকা চাঁদা পরিশোধ করেন। এসব অভিযোগ তুলে ধরে ২৪ ফেব্রুয়ারি রাতে শিবপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ রমজান বাদী হয়ে মোঃ কচি সরদারকে প্রধান আসামী করে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফেরদৌসসহ ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।

 

বা/খ : জই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *