ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী নারী শিক্ষা কেন্দ্র রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার বেলা ১১টায় এস,এস,সি-২৩ ব্যাচের বিদায় ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরবখত রিমন, এডহক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক ও শিক্ষক সাহানুর ইসলাম। এস,এস,সি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বা/খ : এসআর।