গ্রিড বিপর্যয়ের ঘটনায় ২ কর্মকর্তা আজই বহিষ্কার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ৪২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্রিড বিপর্যয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হচ্ছে। আজকের মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
আজ রোববার সচিবালয়ে পিজিসিবির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রতিমন্ত্রী সংবাদিকদের এ তথ্য জানান।
নসরুল হামিদ বলেন, ‘চলতি সপ্তাহের মধ্যেই বিতরণ কোম্পানির দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হচ্ছে।’
জানা যায়, পিজিসিবির দুই কর্মকর্তার মধ্যে একজন সহকারী প্রকৌশলী এবং অন্যজন উপ-সহকারী প্রকৌশলী।
এর আগে গত ৪ অক্টোবর দুপুর ২টার পর হঠাৎ জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়। দেশের চার জেলার একটা বড় অংশ ব্ল্যাকআউট হয়ে যায়। রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও এর আশেপাশের এলাকাগুলো ৬-৭ ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে।