কুমিল্লার তিতাস উপজেলার গোমতী নদীর পাড়ের মাটি কেটে নেওয়ার অপরাধে এমএমবি ইট ভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর উর হমান।
আজ রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি নামক স্থানে গোমতী নদীর পাড়ে তদন্তে গিয়ে নদীর পাড় থেকে মাটি ইট ভাটায় নিয়েছে প্রমানিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
এর আগে বিভিন্ন পত্রিকায়, গোমতীর পাড়ের মাটি যাচ্ছে ইট ভাটায় শিরোনামে সংবাদ প্রকাশিত হলে স্থানীয় প্রশাসন নড়ে চড়ে বসেন এবং দ্রুত সময়ে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।
দুলারামপুর গ্রামের মুক্তিযোদ্ধা শহিদ উল্লাহ বলেন, আমি মুক্তিযোদ্ধা হিসেবে দড়িকান্দি চড়ে সরকার আমাকে ১৫ শতক ভূমি বন্দোবস্ত দিয়েছে, সেই জমির মাটিও ইটভাটার মালিক কেটে নিয়ে গেছে। আমি অনেক বার বারণ করেছি মাটি না নেওয়ার জন্য কিন্তু আমার কথা ইটভাটার মালিক শোনেনি। আজ প্রশাসন এসে জরিমানা করেছে শুনেছি এবং আমি বিচার পেয়েছি।
তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক উর রহমান বলেন, নদীর পাড়ের মাটি কাটা এবং ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় আজ দড়িকান্দিতে গোমতী নদীর পাড়ে অভিযান পরিচালনা করে এমএমবি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছি। এছাড়াও গোমতী নদীর পাড়ের প্রতিটি ইটভাটার মালিককে সতর্ক করে দিয়েছি, যাতে কেউ নদীর পাড়ের মাটি না কাটে।