ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৭, আহত দেড় শতাধিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / ৪৫৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়ার বিআরটিসির বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দেড় শতাধিক। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে উ ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট বিকাল ৫টা থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত দুজন নারী এ ১৫ জন পুরুষ। তবে, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিস্ফোরণ ফুলবাড়িয়ার কুইন্স মার্কেটের সাত তলা এই মার্কেটের প্রথম তিনটি তলা বিস্ফোরণে ধসে পড়ে। বিস্ফোরণে নিহত ১৭ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। লাশগুলো প্যাকেটবন্দী করে হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় প্রায় অর্ধশত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের মধ্যে ১৭ জনকে মৃত অবস্থায় আনা হয়।

আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। আহতদের জন্য চিকিৎসার জন্য আগ্রহী রক্তদাতাদের ঢাকা মেডিকেলে যাওয়ার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে স্বাস্থ্যমন্ত্রী যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এখানে ওষুধপত্র ও যন্ত্রপাতির কোন অভাব নেই। কাজেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিস্ফোরণে আহতদের চিকিৎসা দিয়ে প্রস্তত রয়েছে।

এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, বিস্ফোরণে পাশাপাশি থাকা একটি সাত তলা ও একটি পাঁচ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের একজন কর্মকর্তা জানান, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের বিপরীত দিকে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে সেখানে ১১টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন। তিনি জানান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি জানান, সাকি প্লাজা নামের যে পাঁচ তলা ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার নিচতলায় কয়েকটি স্যানিটারি সামগ্র ও পাইপের দোকান রয়েছে। তার ওপরে চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের গুলিস্থান শাখা এবং ব্র্যাক ব্যাংকের এসএমই সার্ভিস সেন্টার রয়েছে।

শাহজাহান শিকদার আরও জানান, বিস্ফোরণে কাচ ভেঙে ব্যাংকের অফিস কক্ষগুলোর পর্দা ছিন্নভিন্ন হয়ে গেছে।

হতাহতের বিষয়ে জানতে চাইলে শাহজাহান শিকদার জানান, হতাহতের বিষয় এখনই বলা যাচ্ছে না। আমরা কাজ করছি।

এ ঘটনায় আহতদের রিক্সা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৭, আহত দেড় শতাধিক

আপডেট সময় : ০৭:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩

রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়ার বিআরটিসির বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দেড় শতাধিক। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে উ ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট বিকাল ৫টা থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত দুজন নারী এ ১৫ জন পুরুষ। তবে, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিস্ফোরণ ফুলবাড়িয়ার কুইন্স মার্কেটের সাত তলা এই মার্কেটের প্রথম তিনটি তলা বিস্ফোরণে ধসে পড়ে। বিস্ফোরণে নিহত ১৭ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। লাশগুলো প্যাকেটবন্দী করে হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় প্রায় অর্ধশত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের মধ্যে ১৭ জনকে মৃত অবস্থায় আনা হয়।

আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। আহতদের জন্য চিকিৎসার জন্য আগ্রহী রক্তদাতাদের ঢাকা মেডিকেলে যাওয়ার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে স্বাস্থ্যমন্ত্রী যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এখানে ওষুধপত্র ও যন্ত্রপাতির কোন অভাব নেই। কাজেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিস্ফোরণে আহতদের চিকিৎসা দিয়ে প্রস্তত রয়েছে।

এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, বিস্ফোরণে পাশাপাশি থাকা একটি সাত তলা ও একটি পাঁচ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের একজন কর্মকর্তা জানান, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের বিপরীত দিকে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে সেখানে ১১টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন। তিনি জানান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি জানান, সাকি প্লাজা নামের যে পাঁচ তলা ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার নিচতলায় কয়েকটি স্যানিটারি সামগ্র ও পাইপের দোকান রয়েছে। তার ওপরে চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের গুলিস্থান শাখা এবং ব্র্যাক ব্যাংকের এসএমই সার্ভিস সেন্টার রয়েছে।

শাহজাহান শিকদার আরও জানান, বিস্ফোরণে কাচ ভেঙে ব্যাংকের অফিস কক্ষগুলোর পর্দা ছিন্নভিন্ন হয়ে গেছে।

হতাহতের বিষয়ে জানতে চাইলে শাহজাহান শিকদার জানান, হতাহতের বিষয় এখনই বলা যাচ্ছে না। আমরা কাজ করছি।

এ ঘটনায় আহতদের রিক্সা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নওয়া হচ্ছে।