শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরকীয়ার জেরে রূপপুর এনপিপি নিকিমথ কোম্পানির পরিচালকের গাড়ি চালক খুন : এক নারী আটক পানির অভাবে সেচ সঙ্কটে ধুকছে বাংলাদেশ সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ রমজানে পণ্যের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ নেই : তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নতুন পরিকল্পিত খেলায় নেমেছে : মির্জা ফখরুল ‘পরাশক্তিরা পাকিস্তানের পক্ষ নেওয়ায় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’ প্রতিদিন মার্কিন ঘাঁটির উপর দিয়ে উড়ছে রাশিয়ার যুদ্ধবিমান ‘স্যার’ সম্বোধন ঔপনিবেশিক, এটা বদলাতে হবে–আ স ম রব   পাঁচ দশকেও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া হতাশাব্যাঞ্জক : রাবি উপাচার্য  চিতলমারীতে ৬ টি মামলায় ১২ হাজার টাকা অর্থদন্ড মীরসরাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১টি দোকানকে জরিমানা ৯৩টি দলের বেশিরভাগেরই কাগজপত্র ঠিক নেই: ইসি কাপ্তাইয়ে স্বাধীনতা দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত  আফগানিস্তানকে ৫১ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা চেয়ারম্যান করছেন রাজমিস্ত্রীর কাজ 

গুলিস্তানে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২১

গুলিস্তানে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২১

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ জনে। তবে এখনও উদ্ধার করা মরদেহের নাম-পরিচয় জানা যায়নি। আজ (বৃহস্পতিবার) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, বিস্ফোরিত ভবনে আজ আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। এর আগে গতরাতে একজনের মরদেহ উদ্ধার করা হয়। সিদ্দিক বাজারে বিস্ফোরণে আহতদের মধ্যে ঢাকা মেডিকেলের আইসিইউতে একজন আছেন। এছাড়া সেখানে চিকিৎসাধীন ১৫ জন। তাদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সেরে উঠতে অনেকেরই দীর্ঘ সময় লাগবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসাধীর খরচ দেয়া হচ্ছে জানানো হয়েছে জেলা প্রশাসকের ঢাকা পক্ষ থেকে মেডিকেলের অস্থায়ী বুথ থেকে।

গত মঙ্গলবার (০৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়। এছাড়াও পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। পরে সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ঘটনার দিন রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিত করা হয়। এরপর বুধবার আবারও দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ চলে। আজ তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ চলছে। আজ দুপুরে আরেকটি মরদেহ উদ্ধার হওয়ায় এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জনে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *