ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গুলিস্তানে বিস্ফোরণ, মানুষের আহাজারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / ৪৪৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলিস্তানে বহুতল একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেল ৫টার দিকে গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিস্ফোরণের কারণে সাততলা ভবনটির দেয়াল ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ভবনও।

এ ঘটনায় হতাহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনার পর রিক্সা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস বলছে, বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস। হতাহত মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঘটনাস্থল। বহু মানুষ হতাহত হয়েছেন। ভবনের ভেতরে অনেক মানুষ এখনো আহত পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

বিস্ফোরণ স্থলের সামনের সড়ক বন্ধ করে দেওয়া হয়। ২০টি অ্যম্বুলেন্স এখানে অবস্থান করছে। অন্তত ১০ অ্যাম্বুলেন্সে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ভবন থেকে ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

গুলিস্তানে বিস্ফোরণ, মানুষের আহাজারি

আপডেট সময় : ০৬:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩

রাজধানীর গুলিস্তানে বহুতল একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেল ৫টার দিকে গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিস্ফোরণের কারণে সাততলা ভবনটির দেয়াল ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ভবনও।

এ ঘটনায় হতাহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনার পর রিক্সা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস বলছে, বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস। হতাহত মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঘটনাস্থল। বহু মানুষ হতাহত হয়েছেন। ভবনের ভেতরে অনেক মানুষ এখনো আহত পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

বিস্ফোরণ স্থলের সামনের সড়ক বন্ধ করে দেওয়া হয়। ২০টি অ্যম্বুলেন্স এখানে অবস্থান করছে। অন্তত ১০ অ্যাম্বুলেন্সে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ভবন থেকে ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলছে।