রাজধানীর গুলিস্তানের বিআরটিসি বাস কাউন্টারের পাশের ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১১জন। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক। আহতদের উদ্ধার করে নেওয়া হয়েছে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক)। সেখানে প্রচুর রক্তের দরকার। তাই স্বেচ্ছায় রক্তদাতাদের ঢামেকে যেতে অনুরোধ করেছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন আহতদের জন্য প্রচুর রক্ত দরকার। তাই সেচ্ছায় রক্তদাতাদেরকে ঢামেকে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনার পর আহতদের রিক্সা, ঠেলা গাড়ি ট্রাক, গাড়ি, এ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনেছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জানিয়েছেন, বিস্ফোরণে গুলিস্তান বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫তলা ভবন (নিচতলায় স্যানিটারি দোকান, বাকি ফ্লোরগুলো ব্র্যাক ব্যাংকের অফিস) এবং তার পাশের ৭ তলা একটি স্যানিটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ভবনই ধসে পড়েনি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। দেয়াল ভেঙে এসে পড়ে রাস্তায়। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শবর্তী ভবনগুলোও। ভেঙে পড়েছে অনেক ভবনের কাঁচ। বাসযাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত বিস্ফোরণের আশেপাশে থাকা সবাই হতাহত হয়েছেন।
ঘটনার পর রিক্সা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত- ভবনে বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন নারী।