গাউসিয়া কমিটি হলদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন
- আপডেট সময় : ১১:৪৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / ৪৮১ বার পড়া হয়েছে
// প্রেস বিজ্ঞপ্তি //
গাউসিয়া কমিটি বাংলাদেশ ১ নং হলদিয়া ইউনিয়ন শাখার আওতাধীন ৬ নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন, বৃক্ষরোপণ কর্মসূচী ও আওলাদে রাসূল, গাউসে জামান, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, হাদিয়ে এ দ্বীনে মিল্লাত হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহমাতুল্লাহি আলাইহি) পবিত্র ওরশ শরীফ গতকাল ১৪ জুলাই রোজ শুক্রবার বিকাল ২ ঘটিকায় গর্জনীয়া রহমানিয়া ফাজিল মাদরাসার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আহবায়ক মুহাম্মদ রাশেদ রেজার সভাপতিত্বে এবং জুনায়েদ কাদেরী ও আহসান উল্লাহ যৌথ সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন গর্জনীয়া রহমানিয়া ফাজিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা সাইদুল আলম খাকী (মাঃজিআঃ)।
হযরত আব্দুল হামিদ শাহ (রহমাতুল্লাহি আলাইহি) প্রকাশ ডাঃ ফকির স্মৃতি সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্বোধক ছিলেন সংগঠক, সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম সাহেব। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ১নং হলদিয়া ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা আলী আকবর তৈয়বী। বিশেষ অতিথি ছিলেন ১ নং হলদিয়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ শহীদুল্লাহ্, আওয়ামী লীগ নেতা এস এম বাবর, গর্জনীয়া রহমানীয়া ফাজিল মাদরাসার অধ্যাপক ওবাইদুল হক নঈমী, অত্র মাদরাসার সিনিয়র আরবি প্রভাষক সৈয়দ মুহাম্মদ লুৎফর রহমান, গাউসিয়া কমিটি ১ নং হলদিয়া ইউনিয়ন শাখার সহ সভাপতি মাস্টার মুহাম্মদ জামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা মুহাম্মদ ইয়াছিন, সমাজ সেবক জাহাঙ্গীর সিকদার, সৈয়দ নাছির প্রমুখ। বিশেষ বক্তা ছিলেন গাউসিয়া কমিটি ১নং হলদিয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ। কাউন্সিলর হিসেবে ছিলেন জনাব সাইফুল ইসলাম চৌধুরী।
কাউন্সিলে আহমদ উল্লাহ কে সভাপতি, মুহাম্মদ রাশেদ রেজাকে সাধারণ সম্পাদক ও আহমদ রেজাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।