মোঃ মাজহারুল ইসলাম মলি, গলাচিপা (পটুয়াখালী) থেকেঃ
গলাচিপার একটি সেচ্ছাসেবী সমাজকল্যান সংগঠন বিশ্বাস সমাজ উন্নয়ন সংস্থার আয়েজনে বিকাল ৪ টায় গলাচিপা উপজেলা পরিষদ হলরুমে গরিব দুস্থ ও খেটে খাওয়া বিশেষ করে সমাজের পিছিয়ে পরা দলিত সম্প্রদায়, ধোপা, মুচি, সমাজের অবহেলিত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিশ্বাস সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কাজল বিশ্বাসের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ অলিউল ইসলাম, গলাচিপা পৌর সভার প্যানেল মেয়র শুশিল চন্দ্র বিশ্বাস, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন প্রমুখ ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশ্বাস সমাজ উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক শ্যামল বাড়ই ও সাংবাদিক বৃন্দ। এ সময় গরিব, দুস্থ ও খেটে খাওয়া ১৫০ জন মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়।
বা/খ: এসআর।