মোঃ মাজহারুল ইসলাম মলি, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
আগামী বাংলাদেশের নতুন প্রজন্মকে কম্পিউটার শিক্ষায়, সরকারের প্রাথমিক স্কুলে শিক্ষার্থীদের প্রযুক্তিগত তথ্য ও জ্ঞান অর্জনের লক্ষ্যে গলাচিপা উপজেলার ১২টি ইউপি ও ১টি পৌরসভায় ১ শত ৮৭ টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আজ শনিবার বেলা ১০টায় জাতীয় সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সদস্য এস এম শাহজাদা প্রধান অতিথি হিসেবে প্রত্যেক প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মু.শাহিন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মীর রেজাউল ইসলাম, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন ও প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার রক্ষিত, প্রধান শিক্ষিকা গৌড়ী রানী। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন, প্রথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদিকা নুসরাত জাহান আনা। অনুষ্ঠানে সুধীসহ গণমাধ্যম কর্মীরা অংশ নেয়।