
মোঃ মাজহারুল ইসলাম মলি, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে, বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের শিশু ছবি ঘরের শিশুদের মুক্তিযুদ্ধের প্রতীকী জাতীয় স্মৃতি স্তম্ভে ফুলের শুভেচ্ছা দিয়ে শ্রদ্ধা জানায় শিশু কিশোর-কিশোরীরা। গতকাল ২৬ মার্চ শিশুদের প্রিয় শিশু ছবি ঘরের প্রতিষ্ঠাতা সভাপতি, শিশু প্রেমিক ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম মলি, সাংবাদিক জিল্লুর রহমান জুয়েল, মিঠুন পাল, মোহাম্মদ হাফিজ সহ শিশু ছবি ঘরের সদস্য ও গণমাধ্যম কর্মীরা সার্বিক সহযোগিতা করে। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্কুলের প্লে শ্রেণীর ছাত্র মোঃ আবু সালেহ ফাওজান, এছাড়া স্কুলের বিভিন্ন শিশু শিক্ষার্থীরা ফুল দিয়ে তাদের অনুভূতি প্রকাশ করে।
বা/খ: জই