গলাচিপায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ৪৬২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
// মোঃ মাজহারুল ইসলাম মলি, গলাচিপা (পটুয়াখালী) থেকে //
পটুয়াখালীর জেলার গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃমহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে বর্তমান রমজান মাসে বাজারের পণ্যের উর্ধ্বগতি, বিভিন্ন পণ্যে সিন্ডিকেট গ্রুপ ভোক্তা সাধারণের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়াসহ বাজার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, মাদক প্রতিরোধে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি বর্গ ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা টিটু, কমিটির সদস্য সচিব থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আব্দুল মমিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ওয়াহিদ, উপজেলা মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, পল্লী উন্নয়ন অফিসার মাহবুব হাসান শিবলী।
এছাড়াও বক্তব্য রাখেন গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, চর বিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবুল, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্টি ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ রানা, গজালিয়া ইউপি চেয়ারম্যান হাবিব বিশ্বাস ও প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, শিশু ছবি ঘরের সাধারন সম্পাদক ও বাংলা খরব বিডি প্রতিনিধি মোঃ মাজহারুল ইসলাম মলি, সাংবাদিক মিঠুন পাল, মোঃ হাফিজ প্রমুখ।
এ ছাড়া গ্রাম আদালত ব্যবস্থাপনা, সড়ক পরিবহন নিরাপত্তা, আইনশৃঙ্খলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে সকলের নানাবিধ মতামতের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে গণমাধ্যমকর্মীদের জানান।
বা/খ: এসআর।