গলাচিপায় বিশ্ব নারী দিবসে র্যালি ও আলোচনা সভা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / ৪২০ বার পড়া হয়েছে

মোঃ মাজহারুল ইসলাম মলি, গলাচিপা (পটুয়াখাল) প্রতিনিধি :
” ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যের আলোকে নারী দিবস উপলক্ষে, গলাচিপা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার কর্মজীবী নারী নেত্রীদের সমন্বয়ে গলাচিপা উপজেলা প্রশাসন চত্বর থেকে ব্যানারসহ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০ টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।
এতে অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কাজী আব্দুল মমিন ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন , রানী বেগম প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বলেন, নারীরা আজ বিশ্বে ও আমাদের দেশে সমাদৃত। দেশের সংবিধানে নারীর অধিকার প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা সহ সরকারিভাবে সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন। নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রত্যেক নারীকেই শিক্ষা সচেতনতায় উপযুক্ত হবার আহ্বান জানান তিনি।
বা/খ: জই