বিদ্যা ও সংস্কৃতি দেবী মা সরস্বতীর পূজা ধর্মীয়ভাবে আনন্দ উৎসবে, গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির, গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ, গলাচিপা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মহিলা ডিগ্রি কলেজ, ডাকুয়া রাধাকৃষ্ণ মন্দির কমিটির আয়োজনে সরস্বতী দেবী প্রতিমা বিগ্রহ নিয়ে চরণ, পূজা অর্চনা, প্রসাদ বিতরণসহ নানা ধরনের কর্মসূচি নেয়া হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী যুবক-যুবতীরা নানা সাঁঝ-সজ্জায়, ঢোলের বাদ্যযন্ত্রে মুখরিত করে।
উল্লেখ্য যে, বাংলা সনের মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চম তিথিতে বসন্ত পঞ্চমীর উৎসব অত্যন্ত আনন্দ উৎসাহের মাঝে শিক্ষার্থীরা প্রতিমা বিগ্রহ বা মণ্ডপের কাছে বই খাতা প্রদর্শন করে এবং পুরোহিতদের পূজা শেষে পুষ্প আশীর্বাদ নেয়। গলাচিপা পৌরসভায় বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত দেবীর প্রতিমা নিয়ে সড়কে চরণ করে। সরস্বতী পূজায় উপজেলা চেয়ারম্যান মু.শাহিন , উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েনসহ প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন সনাতন ধর্মীয় সকলকে স্বাগত জানায়। পুলিশ পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।