গলাচিপায় বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু
- আপডেট সময় : ০৩:২৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৩০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে এক দরিদ্র কৃষকের তিনটি গরু মারা গেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আনুমানিক ভোর ৫ টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নলুয়াবাগীর বাদুরা গ্রামের কৃষক মজিবার খানের তিনটি গরু মারা যায়।
এ বিষয়ে দরিদ্র কৃষক মজিবার খান বলেন,গরুগুলো আমার নিজ গোয়াল ঘরে বাঁধা ছিল।আনুমানিক ভোর ৫ টার দিকে বজ্রপাতের কারণে গরুগুলো মারা গেছে। তিনি আরও বলেন, এতে আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ দিকে গোলখালী ইউপি চেয়ারম্যান মো.নাসির উদ্দিন জানান, খোঁজ নিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানিয়েছি। দেখি পরবর্তীতে উনার জন্য কিছু করা যায় কিনা।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.সজল দাস বলেন, আমি আপনার মাধ্যমে খবরটি জানলাম। আমার অফিস থেকে লোক পাঠিয়ে খবর নিচ্ছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাখ//আর