গলাচিপায় প্রবীণ শিক্ষকের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ৪০৫ বার পড়া হয়েছে

// মোঃ মাজহারুল ইসলাম মলি, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি //
গলাচিপা পৌর এলাকার ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপন্ডিত শিক্ষক মোঃ জালাল আহমেদ স্যার গতকাল রবিবার ঢাকা ল্যাবএইড হাসপাতালে বার্ধক্যজণিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তার মৃত্যুতে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম শাহজাদা, উপজেলা চেয়ারম্যান মু. শাহিন, আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, পৌর মেয়র আহসানুল হক তুহিন, বাংলাদেশ- তুরস্ক ফ্রেন্ডাশিপ স্কুলের অধ্যক্ষ ডাক্তার জান্নাতুল নাঈম, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, গলাচিপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কাশেম, কেন্দ্রীয় মসজিদ কমিটির সাধারন সম্পাদক হাজী আব্দুর রব সিকদার, প্রাথমিক শিক্ষক সমিতি গলাচিপা উপজেলা শাখা, সামাজিক নেতৃবৃন্দ ও তার ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করে। মরহুমের জানাজা নামাজ সোমবার বাদ আছর গলাচিপা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক সিদ্ধান্তে তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুম জালাল আহমেদ মৃত্যুকালে একমাত্র পুত্র ডা: জসিম উদ্দিন মুকুল উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা পটুয়াখালী জেলা (অব:), চার কন্যা, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।