মোঃমাজহারুল ইসলাম মলি, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
সরকারের সার্বিক উন্নয়নের সাথে বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়নের কার্যক্রম সমন্বয় বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হযয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার আরজু আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলীসহ উপজেলা এনজিও ফোরামের সাধারন সম্পাদক রমেশ চন্দ্রশীল। ২০টি লিড এনজিও ও স্থানীয় নিবন্ধিত উন্নয়ন কর্মকর্তারা অংশ নেয়। সভায় এনজিওদের সামাজিক উন্নয়ন বিষয়ে উপস্থাপনা ও বিভিন্ন উন্নয়ন বিষয়ে আলোচনা গৃহীত হয়।