মানুষ মানুষের জন্য : জীবন জীবনের জন্য
গলাচিপায় অসহায় শতবর্ষী বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৫২০ বার পড়া হয়েছে

// মোঃমাজহারুল ইসলাম মলি, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি //
বিধবা বৃদ্ধা শতবর্ষী আছিরা খাতুন। বাড়ি পটুখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামে। স্বামী ও সন্তান না থাকায় অসহায় এ বৃদ্ধা করুণ অবস্থায় দিনাতিপাত করছিলেন।
তবে বিষয়টি জানতে পেরেই তার বাড়িতে তাকে দেখতে ছুটে যান গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল । ৭ সেপ্টেম্বর বৃদ্ধাকে দেখতে গিয়ে তার পাশে কিছুক্ষণ সময় কাটান উপজেলা নির্বাহী অফিসার। এসময় বৃদ্ধাকে তাৎক্ষণিক চাল, ডালসহ অন্যান্য আসবাবপত্র ও নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা দেন ইউএনও। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বৃদ্ধাকে থাকার জন্য প্রস্তুত করে দেওয়া হবে ঘর, সেইসঙ্গে দেওয়া হবে চিকিৎসা সেবা।
জানা গেছে, জরাজীর্ণ বাড়িতে শতবর্ষী বৃদ্ধা হাজেরা খাতুন ও তার মেয়ে বিধবা সেলিনা (৪০) অতিকষ্টে দিনাতিপাত করছিলেন। তাকে দেখভাল করার মত কেউ নেই। ভাঙা দরজার সামনে শুয়ে শুয়ে বৃদ্ধা এক পলকে তাকিয়ে থাকেন বাইরে। এমন অবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন ইউএনও মোঃ মহিউদ্দিন আল হেলাল ।
তিনি বলেন, ‘বৃদ্ধা আছিরা খাতুন অতিকষ্টে দিনাতিপাত করছিলেন। তার অসহায়ত্বের কথা বিবেচনা করে তার বাড়িতে দেখতে যাই।’
ইউএনও জানান, শীঘ্রই তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে এবং উপজেলা প্রশাসন তাকে সর্বাত্মক সহযোগীতা করবে।
এ সময় ইউএনও’র সঙ্গে ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃজহিরুন্নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান আরিফ, বেইজ বিল্ট স্কুলের প্রধান শিক্ষক রেদোয়ান তালাল, সাংবাদিক অটল চন্দ্র পাল, সাংবাদিক মোঃ মাজহারুল ইসলাম মলি ও স্থানীয় ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন।
ইউএনও কে কাছে পেয়ে আবেগ আপ্লূত হয়ে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা আছিরা খাতুন।উপজেলা প্রশাসন বিধবা মা ও মেয়ের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।