ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গত কয়েক বছর ১৩ হাজার কোটিপতি হয়েছে : নজরুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • / ৪৫২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

গত কয়েক বছরে দেশে প্রায় ১৩ হাজার লোক নতুন কোটিপতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সভায় বক্তব্যকালে এ কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।

তিনি বলেন, গত কয়েক বছর ১৩ হাজার কোটিপতি হয়েছে। যারা পাচার করেছে বা ব্যাংকে টাকা রাখে নাই, এরকম আরও হাজার কোটিপতি রয়েছে। সরকার যখন বলে উন্নয়নের হয়েছে, সরকার ওদের কথা বলে। তাদের একটা জেলা পর্যায়ের ছাত্রনেতা দুই হাজার কোটি টাকার মালিক। রিপোর্ট অনুযায়ী, এই সময়ে আরো ৪ কোটি মানুষ নতুন দরিদ্র হয়েছে। উন্নয়ন হয়েছে কিছু মানুষের।

নজরুল ইসলাম খান বলেন, একজন বিশিষ্ট লোক বলেছিলেন- যে দেশের মানুষ কষ্টে রয়েছে ভূমিহীন, গৃহহীন এবং অসহায়; সেই দেশে বড় বড় দালান-কোঠা, বড় বড় রাস্তা, বড় বড় ব্রিজ; বড় বড় এসব উন্নয়ন হলো একটি গোরস্থানে আলোকসজ্জা করা।

অর্থপাচারকারীদের সমালোচনা করে তিনি বলেন, আগে নিজের বাড়িতে থাকতেন, এখন থাকেন সেকেন্ড হোম মালয়েশিয়া-সিঙ্গাপুরে। এখন বেগমদের জন্য আলাদা পাড়া হয়ে গেছে। আগে থাকতেন গুলশান-১, গুলশান-২-এ। এখন মালয়েশিয়ায় হয়েছে একটি এলাকা, সেটা গুলশান-৩।

নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমান জানতেন দেশ ও দেশের মানুষের কল্যাণ কোথায়। তিনি সেটা মানতেন ও অনুসরণ করতেন। এবং অন্যদের উদ্দীপ্ত করতেন সেই কাজ করতে। সে জন্যই তিনি সফল হয়েছিলেন।

নজরুল ইসলাম খান আরো বলেন, জিয়াউর রহমান চাইতেন সবার জন্য উন্নয়ন। তাই তিনি গিয়েছেন গ্রামে গ্রামে, কলে-কারখানায়, গরিব মানুষের বস্তিতে, শ্রমিকের কলোনিতে। প্রায় ১০ হাজার গ্রাম হেটেছেন তিনি। আজকে বিএনপির জন সমর্থনের বড় কারণ শহীদ জিয়ার গ্রামে গ্রামে হাটা।

তিনি বলেন, আজকে গ্রামে গ্রামে বিদ্যুতের কথা বলে গৌরব নেওয়ার চেষ্টা করেন, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কে করেছেন স্বয়ং প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে পয়সা বাগানোর জন্য বিদেশ থেকে গ্যাস আমদানি করেন। অথচ দেশে গ্যাস তেল অনুসন্ধানের জন্য বাপেক্স তৈর করেছিলেন জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের সময় উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল, আর সেই পথ ধরেই সবাই চলছে। তার যে শুরুর অবদান, এগিয়ে নেওয়ার যে সক্ষমতা, তার প্রতি শ্রদ্ধাবোধ এরা জানায় না। বরং অর্থহীন, ভুল সমালোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান জাফির তুহিন আর সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির নেতারা।

নিউজটি শেয়ার করুন

গত কয়েক বছর ১৩ হাজার কোটিপতি হয়েছে : নজরুল ইসলাম

আপডেট সময় : ১০:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

গত কয়েক বছরে দেশে প্রায় ১৩ হাজার লোক নতুন কোটিপতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সভায় বক্তব্যকালে এ কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।

তিনি বলেন, গত কয়েক বছর ১৩ হাজার কোটিপতি হয়েছে। যারা পাচার করেছে বা ব্যাংকে টাকা রাখে নাই, এরকম আরও হাজার কোটিপতি রয়েছে। সরকার যখন বলে উন্নয়নের হয়েছে, সরকার ওদের কথা বলে। তাদের একটা জেলা পর্যায়ের ছাত্রনেতা দুই হাজার কোটি টাকার মালিক। রিপোর্ট অনুযায়ী, এই সময়ে আরো ৪ কোটি মানুষ নতুন দরিদ্র হয়েছে। উন্নয়ন হয়েছে কিছু মানুষের।

নজরুল ইসলাম খান বলেন, একজন বিশিষ্ট লোক বলেছিলেন- যে দেশের মানুষ কষ্টে রয়েছে ভূমিহীন, গৃহহীন এবং অসহায়; সেই দেশে বড় বড় দালান-কোঠা, বড় বড় রাস্তা, বড় বড় ব্রিজ; বড় বড় এসব উন্নয়ন হলো একটি গোরস্থানে আলোকসজ্জা করা।

অর্থপাচারকারীদের সমালোচনা করে তিনি বলেন, আগে নিজের বাড়িতে থাকতেন, এখন থাকেন সেকেন্ড হোম মালয়েশিয়া-সিঙ্গাপুরে। এখন বেগমদের জন্য আলাদা পাড়া হয়ে গেছে। আগে থাকতেন গুলশান-১, গুলশান-২-এ। এখন মালয়েশিয়ায় হয়েছে একটি এলাকা, সেটা গুলশান-৩।

নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমান জানতেন দেশ ও দেশের মানুষের কল্যাণ কোথায়। তিনি সেটা মানতেন ও অনুসরণ করতেন। এবং অন্যদের উদ্দীপ্ত করতেন সেই কাজ করতে। সে জন্যই তিনি সফল হয়েছিলেন।

নজরুল ইসলাম খান আরো বলেন, জিয়াউর রহমান চাইতেন সবার জন্য উন্নয়ন। তাই তিনি গিয়েছেন গ্রামে গ্রামে, কলে-কারখানায়, গরিব মানুষের বস্তিতে, শ্রমিকের কলোনিতে। প্রায় ১০ হাজার গ্রাম হেটেছেন তিনি। আজকে বিএনপির জন সমর্থনের বড় কারণ শহীদ জিয়ার গ্রামে গ্রামে হাটা।

তিনি বলেন, আজকে গ্রামে গ্রামে বিদ্যুতের কথা বলে গৌরব নেওয়ার চেষ্টা করেন, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কে করেছেন স্বয়ং প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে পয়সা বাগানোর জন্য বিদেশ থেকে গ্যাস আমদানি করেন। অথচ দেশে গ্যাস তেল অনুসন্ধানের জন্য বাপেক্স তৈর করেছিলেন জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের সময় উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল, আর সেই পথ ধরেই সবাই চলছে। তার যে শুরুর অবদান, এগিয়ে নেওয়ার যে সক্ষমতা, তার প্রতি শ্রদ্ধাবোধ এরা জানায় না। বরং অর্থহীন, ভুল সমালোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান জাফির তুহিন আর সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির নেতারা।