খালেদা জিয়ার হাত কালো নয়, সাদা: আফরোজা আব্বাস
- আপডেট সময় : ০২:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- / ৪২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, আমার বাসার সামনে দেড়-দুইশো পুলিশ নিয়ে কিছু আওয়ামী লীগ কর্মী এসে বক্তব্য দেয়- খালেদা জিয়ার কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও৷ কালো হাত কার? খালেদা জিয়ার হাত সাদা হাত।
শনিবার (১০ ডিসেম্বর) গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
আফরোজা বলেন, আওয়ামী নেতাকর্মীরা বাসার সামনে এসে বলে মির্জা আব্বাসের চামড়া তুলে নেবে। তারেক রহমানের চামড়া তুলে নেবে। আমি বলতে চাই পুলিশ রেখে আসেন। আমাদের ঘরে ঘরে জিয়াউর রহমান, ঘরে ঘরে তারেক রহমান।
তিনি আরও বলেন, সরকার আমাদের সমাবেশ করতে বাধা দিচ্ছে। অথচ তারা যখন যেখানে খুশি সমাবেশ করেন। তারা ভেবেছে মহাসচিব মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেফতার করে সমাবেশ সফল হতে দেবে না। বিএনপি কখনও পরাজয় বরণ করে নাই৷ বিএনপি কখনও পরাজিত হবে না।