কয়রা (খুলনা) প্রতিনিধি :
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৫ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে সৎসঙ্গ কেন্দ্র কয়রা খুলনার আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকাল ৩ টায় এ উপলক্ষে শোভাযাত্রা শেষে মদিনাবাদ দক্ষিণচক সৎসঙ্গ মন্দির মাঠে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক কমলেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, এসপিআর কালীচরন মন্ডল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আধুর্য্য হেমনাথ মন্ডল, এসপিআর রবীন্দ্রনাথ বাহাদূর, এসপিআর দেবী রঞ্জন মন্ডল, এসপিআর, অচিন্ত কুমার বাহাদুর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, প্রভাত কুমার ভদ্র প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে মাতৃ সম্মেলনে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মৌটুসী রায়, ভারতী রাণী মন্ডল, স্মৃতি মনি দাস, সন্ধ্যা রাণী বাহাদূর প্রমুখ।
বা/খ: জই