আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার বৃহৎ সামরিক মহড়া শুরুর ঘণ্টাখানেক আগে দু’টি ক্রুজ মিসাইল ছুঁড়ে সতর্ক করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের দাবি, এই যৌথ সামরিক মহড়া মার্কিন আক্রমণের পূর্ব প্রস্তুতি।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা-কেসিএনএ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে সাবমেরিন থেকে দু’টি ক্রুজ মিসাইল ছোঁড়া হয়।
এময় বলা হয়, পারমাণবিক বিস্ফোরকসহ ক্রুজ মিসাইল ছুঁড়ে পরীক্ষা চালানোর পরিকল্পনা চলছে। এবারও মিসাইল ছোঁড়ার তৎপরতা পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। শত্রু পক্ষের প্রবল যুদ্ধ প্রস্তুতির বিষয়ে সতর্ক করে দেশের সামরিক বাহিনীর তৎপরতা জোরদার করার নির্দেশ দেন তিনি।
এদিকে, সোমবার থেকে শুরু দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার নাম দেয়া হয়েছে-‘ফ্রিডম শিল্ড এক্সারসাইজ’। আগামী ১০ দিনব্যাপী এই মহড়ায় কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। বলা হচ্ছে, গত পাঁচ বছরের মধ্যে এই দুই দেশের সেনা সদস্যদের অংশগ্রহণে সবচেয়ে বড় সামরিক মহড়া এটি।