ক্রীড়া প্রতিবেদক: আজকের দিনটি যেন ছিলো মিরাজেরই। কারণ ব্যাটিং বলে তার নৈপূণ্যতায় এক ম্যাচ হাতে রেখে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। আর ইতিহাস গড়া সিরিজ জয়ে ম্যাচ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।
আজকের ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয়া বাংলাদেশের প্রতিটা বোলার ছিলো যেন কম খরুচে। তবে চোখে পড়ার মত ছিলো মিরাজের কিপ্টুমি বোলিং, তার চার ওভারে যেন হিমশিম খেতে হয়েছে ইংলিশ ব্যাটারদের। কারণ রানতো দূরে থাক মিরাজের ওভারে ক্রিজে ঠিকে থাকা যেন কষ্টসাধ্য ছিলো বাটলারদের।
মূলত মেহেদী মিরাজের স্পিন ঘূর্ণনে একে একে ঘরে ফেরে ইংলিশ ব্যাটাররা। ১২ রান দিয়ে এই বোলার শিকার করেন ৪ উইকেট। আর সবমিলিয়ে ১১৭ রানে গিয়ে থাকে ইংল্যান্ডের স্কোর। আর এক ম্যাচ হাতে রেখে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করে ইতিহাস গড়ে বাংলাদেশ।
এর মধ্যদিয়ে প্রথম কোনো টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের হারানোর স্বাদ নিলো টাইগাররা। চার উইকেট হাতে রেখে ১৮ ওভার ৫ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিব বাহিনী।