কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলো ‘পাপ-পুণ্য’
- আপডেট সময় : ০২:৫৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ৪৪১ বার পড়া হয়েছে

অনলাইনে মুক্তির পর থেকে ব্যাপক সাড়া পেয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পাপ-পুণ্য’। দুই মাসেই ছবিটি স্পর্শ করেছে কোটি ভিউয়ের মাইলফলক!
শুধু তাই নয়, ছবিটি দেখে মন্তব্য করেছেন ১১ হাজারের বেশি মানুষ। সবচেয়ে অবাক করা বিষয় হলো, দর্শকের করা মন্তব্যের সবগুলো ইতিবাচক। কোনো নেতিবাচক মন্তব্য নেই বললেই চলে!
১১ জুলাই চ্যানেল আইয়ের পর্দায় প্রিমিয়ারের পর চ্যানেল আইয়ের ইউটিউবে অবমুক্ত হয় ‘পাপ-পুণ্য’। এর পর থেকেই অনলাইনে সিনেমাটি নিয়ে প্রশংসার ফুলঝুরি। সাধারণ সিনেপ্রেমী মানুষের পাশাপাশি বাংলা চলচ্চিত্র বিষয়ক পেজ ও গ্রুপগুলোতেও ছবিটি নিয়ে বিস্তর আলোচনা হয়। এখনও হচ্ছে।
শুধু বাংলাদেশি দর্শক নয়, বহু ভারতীয় দর্শকও সিনেমাটি দেখে তাদের ভালো লাগার কথা শেয়ার করছেন মন্তব্যে। এমনকি প্রবাসী দর্শকরাও ছবিটি দেখে জানিয়েছেন তাদের মতামত।
এই ছবির মধ্য দিয়ে ‘মনপুরা’র প্রায় এক যুগ পর গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় অভিনয় করেছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। শুরু থেকেই সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন এই তারকা অভিনেতা।
চঞ্চল চৌধুরী ছাড়াও এই সিনমোয় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, আফসানা মিমি, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল প্রমুখ।
মনপুরা, স্বপ্নজাল, গুণিনের পর ‘পাপ পুণ্য’ গিয়াস উদ্দিন সেলিমের চতুর্থ ছবি। জনপ্রিয় এই পরিচালক বলেন, চলচ্চিত্রের এই দুর্দিনে এমন ছবি দরকার যা ‘পাপ পুণ্য’র মতো। আগের ছবিগুলোর চেয়ে এটি সম্পূর্ণ আলাদা ফরম্যাটে বানানো।