রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন লেনিন একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন জয় বিএনপি পাকিস্তানের দালাল পার্টি: ওবায়দুল কাদের ঈশ্বরদীতে গণহত্যায় শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন  ডামুড্যায় অবৈধ যান চলাচল রোধে মোবাইল কোর্ট  কলমাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ  পরকীয়ার জেরে রূপপুর এনপিপি নিকিমথ কোম্পানির পরিচালকের গাড়ি চালক খুন : এক নারী আটক পানির অভাবে সেঁচ সঙ্কটে ধুকছে বাংলাদেশ সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ রমজানে পণ্যের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ নেই : তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নতুন পরিকল্পিত খেলায় নেমেছে : মির্জা ফখরুল ‘পরাশক্তিরা পাকিস্তানের পক্ষ নেওয়ায় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’ প্রতিদিন মার্কিন ঘাঁটির উপর দিয়ে উড়ছে রাশিয়ার যুদ্ধবিমান ‘স্যার’ সম্বোধন ঔপনিবেশিক, এটা বদলাতে হবে–আ স ম রব   পাঁচ দশকেও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া হতাশাব্যাঞ্জক : রাবি উপাচার্য 

কৈলাশ খেরকে বোতল ছুড়লেন দর্শকরা

কৈলাশ খেরকে বোতল ছুড়লেন দর্শকরা

বিনোদন ডেস্ক : 

কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ ছিল। তারপরও হিন্দি গান চালিয়ে যাচ্ছেন গায়ক। ক্ষিপ্ত হয়ে শিল্পীর দিকে পানির বোতল ছুড়ে মারলেন দর্শক। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের হাম্পি উৎসবে। মঞ্চে তখন গান পরিবেশন করছিলেন কৈলাশ খের।

রাজ্য সরকারের আমন্ত্রণেই অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে গান গাইছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী। আচমকা তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারা হয়। অল্পের জন্য রক্ষা পান কৈলাশ। বোতল তার পেছনে পড়ে। তা দেখতে পেয়েই একজন নিরাপত্তারক্ষী মঞ্চে চলে আসেন। বোতল কুড়িয়ে নিয়ে মঞ্চ থেকে চলে যান তিনি। তবে তার চোখ অপরাধীকে খুঁজতে থাকে। এত কিছুর মধ্যেও গান চালিয়ে যান কৈলাশ খের। কিন্তু ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়।

ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা কৈলাশ খের। তার পরিবারের আদি বাড়ি ছিল কাশ্মীরে। লোকগানের শিল্পী ছিলেন কৈলাশ খেরের বাবা। সেই পরিবেশেই বড় হয়েছেন তিনি। তাই লোকগানই শিল্পীর ভিত। মুম্বাইয়ে এসে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে তাকে।

২০০০ সালে মুক্তি পাওয়া ‘আন্দাজ’ সিনেমায় প্রথম সুযোগ পান তিনি। তারপর ‘ওয়েসা ভি হোতা হ্যায় পার্ট ২’ সিনেমার ‘আল্লা কে বান্দেৃ’ গানটি তুমুল জনপ্রিয় হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি কৈলাশ খেরকে। ‘মঙ্গল পাণ্ডে’, ‘কর্পোরেট’ থেকে ‘বাহুবলী’র মতো সিনেমায় নিজের কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন।

পদ্মশ্রী সম্মান পাওয়া একজন সংগীতশিল্পীর প্রতি এমন ব্যবহারে ক্ষুব্ধ অনেকে। জানা গিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম প্রদীপ (২২) ও সুরহা (২২)। দুজনই স্থানীয় বাসিন্দা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *