কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে ১৪ দালালকে কারাদণ্ড
- আপডেট সময় : ১০:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৪৫২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের ১৪ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও একজনকে জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাসপোর্ট অফিসে আগত সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণার দায়ে তাদের দণ্ড হয়।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে এ অভিযান হয়। এছাড়া একজনকে অর্থ জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
র্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মাজহারুল ইসলাম বলেন, ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাধারণ মানুষকে বিভিন্ন প্রকার হয়রানি ও প্রতারণা করার অপরাধে দালাল চক্রের ১৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ওবাইদুল (৩৮), পলাশ (৪০), ইব্রাহিম (৩২), মো. রিপন (২৪), রওশন (৪৮), দিলদার (৫৮), শ্রী গোবিন্দ (৩৫), মো. হাবিবুর (৩৩), লিটন (৩৮) ও জাহিদুল (৩৪) নামের ১০ জনকে ১৫দিন করে এবং মো. নাসির(৫৪), মনির (২৮), ফয়সাল (৩৮) ও হাসমত (৪০) নামের ৪ জনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ও জাকারিয়া নামের একজনের নিকট হতে ২০০ টাকা জরিমানা আদায় করেন।
কারাদন্ডপ্রাপ্ত আসামিদেরকে ম্যাজিস্ট্রেটের আদেশে ১৪ জন দন্ডপ্রাপ্ত দালালকে ঢাকা কেন্দ্রীয় কারাগার পাঠিয়েছে।
র্যাব-১০ অফিসার ইনচার্জ অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন বলেন, দালাল চক্রটি বেশ কিছুদিন ধরে পাসপোর্ট অফিসে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিল।