কুলিয়ারচরে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৩৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
- / ৪১৪ বার পড়া হয়েছে

মোঃ হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে চাঞ্চল্যকর আবু বক্কর(৫৭) হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম(বার)। সোমবার (২৩জানুয়ারি) বিকালে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জের অফিসে এ প্রেস ব্রিফিংয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) বলেন, এ হত্যা মামলার দুই আসামি বাবুল ও রিশাদকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা থানার এসআই সাইফুল্লাহ ও এসআই মাহবুবুর রহমানসহ পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চান্দেরচর গ্রাম থেকে অভিযুক্ত কিশোর মো. বাবুল মিয়াকে গ্রেপ্তার করেন। অন্যদিকে একই দিন দুপুরে কুলিয়ারচর থানার সেকেন্ড অফিসার এসআই দেব দুলাল ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল মিয়াসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে অভিযুক্ত কিশোর রিশাদকে গ্রেপ্তার করেন।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) আরও বলেন, এই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
বা/খ : জই