কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ : আহত ৩
- আপডেট সময় : ০১:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৩২ বার পড়া হয়েছে
// মৌলভীবাজার সংবাদদাতা //
মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩ জন। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, সিএনজি অটোরিক্সাটি রবিরবাজার থেকে টিলাগাঁয়ের দিকে যাচ্ছিল। এ সময় টিলাগাঁওয় থেকে আসা একটি দ্রুতগামী একটি ট্রাক সিএনজি অটোরিক্সাকে চাপা দিলে দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুরের পথচারী লিয়াকত সরকার ও মোবারকপুরের সিএনজি চালক মহরম মিয়া। আহতরা হলেন, কামরান, ছয়ফুল ও নিরেন্দ্র মালাকার। পরে খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে।
গুরুতর আহতদেকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, তাদের অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।