ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কুয়াকাটা ১১ কি.মি সড়কের বেহালদশা, পর্যটন ব্যবসায়ীদের চরম ক্ষোভ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪৭২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটার শেখ রাসেল সেতু থেকে পাখিমারা ১১ কিলোমিটার রাস্তার দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে পরছে। এতে পর্যটন ক্ষাতে হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে সকল ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শেষ বিকেলে কুয়াকাটার ৬০ নং লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে কুয়াকাটার সকল ব্যবসায়ীদের অংশ গ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিভাবে দ্রুত এ সকল সমস্যার সমাধান করা যায় তা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু বলেন, প্রায় দশ বছর যাবৎ এই রাস্তাটি সংস্কারের নামে বিভিন্ন সময় তামাসা করে আসছে। নানা অনিয়ম, দুর্নীতি আমরা লক্ষ্য করেছি। কুয়াকাটার ব্যবসায়িরা দিনের পর দিন লোকসান করে আসছে শুধু রাস্তা ও বীচের এই বাজে অবস্থার জন্য। আমাদের আর অপেক্ষা করার সময় নেই, দ্রুত যেকোন পদক্ষেপ নিতে হবে৷ টুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, পাখিমারা থেকে আলিপুর ১১ কিঃমিঃ সড়কের বর্তমান যে অবস্থা তা বলে বুঝানো যাবে না।

সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী। বছরের পর বছর সড়কের এমন অবস্থা দেশের কোথাও আছে কি না জানা নেই। কিন্তু কুয়াকাটা দেশের একটি পর্যটনশিল্প যেখানে প্রতিনিয়ত হাজার হাজার দেশি বিদেশি পর্যটক আসা যাওয়া করেন সেই সড়কটি এমন বাজে অবস্থা হওয়াতে কোটি কোটি টাকা লোকসান হচ্ছে। বর্তমানে অনেক আবাসিক হোটেল বিদুৎ বিল দিতে পারছে না, স্টাফ চাকরি হারাচ্ছে। এটি পর্যটন শিল্পের অনেক বড় হুমকি। দ্রুত এই রাস্তাটি সংস্কারের বিষয় সংশ্লিষ্ট দপ্তরে যেতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন, পর্যটন খাতে বিনিয়োগকারী হাসনুর ইকবাল, জামাল মাস্টার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুযাকাটা শাখার প্রতিনিধি মোহাম্মদ মহিম সহ কুয়াকাটা আবাসিক হোটেলে মালিক সমিতি, কুয়াকাটা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি, ট্যুর অপারেটর এসোসিয়েশন, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট, কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন, শুভ সংঘ ক্লাব, ট্যুরিষ্ট বোট মালিক সমিতি, কুয়াকাটা প্রেস ক্লাব, কুয়াকাটা ইজিবাইক সমিতি ছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রুমান ইমতিয়াজ তুষার আরো বলেন, আগামীকাল মহিপুর থানা ও কুয়াকাটার সকল রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

কুয়াকাটা ১১ কি.মি সড়কের বেহালদশা, পর্যটন ব্যবসায়ীদের চরম ক্ষোভ

আপডেট সময় : ০৮:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

পটুয়াখালীর কুয়াকাটার শেখ রাসেল সেতু থেকে পাখিমারা ১১ কিলোমিটার রাস্তার দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে পরছে। এতে পর্যটন ক্ষাতে হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে সকল ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শেষ বিকেলে কুয়াকাটার ৬০ নং লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে কুয়াকাটার সকল ব্যবসায়ীদের অংশ গ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিভাবে দ্রুত এ সকল সমস্যার সমাধান করা যায় তা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু বলেন, প্রায় দশ বছর যাবৎ এই রাস্তাটি সংস্কারের নামে বিভিন্ন সময় তামাসা করে আসছে। নানা অনিয়ম, দুর্নীতি আমরা লক্ষ্য করেছি। কুয়াকাটার ব্যবসায়িরা দিনের পর দিন লোকসান করে আসছে শুধু রাস্তা ও বীচের এই বাজে অবস্থার জন্য। আমাদের আর অপেক্ষা করার সময় নেই, দ্রুত যেকোন পদক্ষেপ নিতে হবে৷ টুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, পাখিমারা থেকে আলিপুর ১১ কিঃমিঃ সড়কের বর্তমান যে অবস্থা তা বলে বুঝানো যাবে না।

সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী। বছরের পর বছর সড়কের এমন অবস্থা দেশের কোথাও আছে কি না জানা নেই। কিন্তু কুয়াকাটা দেশের একটি পর্যটনশিল্প যেখানে প্রতিনিয়ত হাজার হাজার দেশি বিদেশি পর্যটক আসা যাওয়া করেন সেই সড়কটি এমন বাজে অবস্থা হওয়াতে কোটি কোটি টাকা লোকসান হচ্ছে। বর্তমানে অনেক আবাসিক হোটেল বিদুৎ বিল দিতে পারছে না, স্টাফ চাকরি হারাচ্ছে। এটি পর্যটন শিল্পের অনেক বড় হুমকি। দ্রুত এই রাস্তাটি সংস্কারের বিষয় সংশ্লিষ্ট দপ্তরে যেতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন, পর্যটন খাতে বিনিয়োগকারী হাসনুর ইকবাল, জামাল মাস্টার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুযাকাটা শাখার প্রতিনিধি মোহাম্মদ মহিম সহ কুয়াকাটা আবাসিক হোটেলে মালিক সমিতি, কুয়াকাটা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি, ট্যুর অপারেটর এসোসিয়েশন, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট, কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন, শুভ সংঘ ক্লাব, ট্যুরিষ্ট বোট মালিক সমিতি, কুয়াকাটা প্রেস ক্লাব, কুয়াকাটা ইজিবাইক সমিতি ছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রুমান ইমতিয়াজ তুষার আরো বলেন, আগামীকাল মহিপুর থানা ও কুয়াকাটার সকল রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাখ//আর