কুয়াকাটার সৈকতে পর্যটকদের আনাগোনায় গতি ফিরছে ব্যবসা বাণিজ্য
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
- / ৪২৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের আনাগোনায় স্থবির হওয়া, ব্যবসা বানিজ্যে গতি ফিরতে শুরু করছে। স্থবির হয়ে পড়া সকল কর্মকাণ্ড স্বাভাবিক হয়ে ব্যস্থতা বেড়েছে পর্যটন নির্ভর সকল ব্যবসায়ীদের মাঝে।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে শুরু করে আশেপাশের ১ কিঃমিঃ জায়গা জুড়ে পর্যটকদের হৈ-হুল্লোড়। সমুদ্রের বুকে কেউ ঝাঁপিয়ে পড়ছে কেউ বা আবার দলবেঁধে সাতার কাটছে। আনন্দ উপভোগের দৃশ্য স্মৃতিপটে ধারণের জন্য কেউ বা আবার ছবি তুলছে।
অন্যদিকে পর্যটকদের আনাগোনা বাড়ায় ব্যস্থতা দেখা গেছে কুয়াকাটার সকল রেস্তোরাঁসহ পর্যটননির্ভর সকল ব্যবসা প্রতিষ্ঠানে। হোটেল মোটেলের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে তাদের আবাসিক হোটেলে বুকিং ভালো আছে। পর্যটকদের উপস্থিতিতে স্বস্তি ফিরছে। তাদের আশা এখন থেকে এমন পর্যটকদের আনাগোনা থাকলে তাদের সংকট কাটিয়ে উঠবে খুব শ্রীঘ্রই।
সৈকত লাগোয়া চা বিক্রেতা মো. সোবাহান বলেন, বৃহস্পতিবার থেকে চোখে পড়ার মত পর্যটক কুয়াকাটায় আসছে। বেঁচা বিক্রি বাড়তে শুরু করছে। ক্যামেরাম্যান আলমাছ লেন, গত সপ্তাহ থেকে মোটামুটি পর্যটক আসতে শুরু হয়েছে। আজ ভালোই পর্যটক বাড়ছে। আমরা আমাদের সংকট কাটাতে পারব।আচার বিক্রেতা মো.সগির বলেন, পর্যটকরা এখন বেশি ক্রয় করেনা। শুধুই ঘুরে ফিরে চলে যায়। তবে আগের চাইতে বিক্রি বাড়ছে।
সৈকত লাগোয়া খাবার হোটেলর ব্যবস্থাপক মো. সেলিম মিয়া বলেন, বিগত দুইমাস যাবৎ বেচা কিনা খুবই খারাপ ছিল। শুক্রবার থেকে ভালোই বিক্রি করতে পারছি। আজ আরো বাড়ছে। এখন আমাদের দুশ্চিন্তা কাটবে। সৈকত লাগোয়া কাপড় ব্যবসায়ী মো. জলিল বলেন, বেঁচা কিনি নাই বিগত দেড় মাস ধরে। এখন কিছু পর্যটকদের আনাগোনা বাড়ছে আশা করছি দ্রুতই স্বরুপে ফিরবে আমাদের ব্যবসা বানিজ্য।
আবাসিক হোটেল কানসাই ইনর ব্যবস্থাপক ফরাজি মো. জুয়েল বলেন, পরিবেশ স্বাভাবিক হতে শুরু করায় পর্যটকের আগমন শুরু হচ্ছে। বুকিং ৭০ শতাংশ আছে। স্বস্তি বিরাজমান করছে।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মোতালেব শরীফ বলেন, বাড়তে শুরু করছে পর্যটক। আসা করছি এখন থেকে আর পর্যটক খরায় পড়তে হবে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক হচ্ছে তার সাথে পর্যটকের আগমন ঘটেছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার একে আজাদ বলেন, আমরা সম্পূর্ণভাবে পর্যটকদের নিরাপত্তার জন্য প্রস্তুত। দেশে চলমান অস্থিরতা কেটে যাওয়ার ফলে পর্যটক বাড়ছে কুয়াকাটায়। তাদের নিরাপদ ভ্রমনে যা যা করা দরকার তা সবি করা হবে। আমরা পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি।
বাখ//আর