কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে ২৭০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার কৃতরা হলো মো. সেজান মাহমুদ ওরফে হৃদয়(২৬) জেলা সদর উপজেলার চরমারিয়া এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মিঠুন কর্মকার ওরফে মিথুন(২৭) শহরের নগুয়া এলাকার ননি গোপাল কর্মকারের ছেলে।
শনিবার, ৪ মার্চ রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে চরমারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এম এম সবুজ রানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিগণ ইয়াবা বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছ। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।